সঙ্গীতা চ্যাটার্জী,তারকেশ্বর:- প্রচন্ড গরমের দাবদাহে মানুষের প্রাণ ওষ্ঠাগত। ঘরের মধ্যে যারা আছেন, বা যারা ওয়ার্ক ফ্রম হোম করেন,তারা যেমন গরমে হাঁস ফাঁস করছেন তেমনি এই তীব্র গরমের মধ্যে যাদের বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে তাদের পরিস্থিতি আরও ভয়াবহ। এই সকল মানুষের কথা ভেবেই তীব্র গরমে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য তারকেশ্বর তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের তরফ থেকে পথ চলতি মানুষের উদ্দেশ্যে জল,শরবত,মিষ্টান্ন বিতরণ করেন এখানকার কাশিকানন্দ মহারাজ। তারকেশ্বরে আগত তীর্থযাত্রীদের এবং পথ চলতি মানুষদের গ্লুকন্ডি, রসনা সহ মিষ্টান্ন খাওয়াচ্ছেন তিনি আর এইভাবেই ঠাকুর, মা ও স্বামীজীর সেবা ও পরোপকার আদর্শকে তুলে ধরছেন তারকেশ্বর শ্রী তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ।
প্রসঙ্গত উল্লেখ্য, ধীরেন, হিরা,শুভ,অমিত, বুদ্ধদেব সাঁতরা সহ আশ্রমের অন্যান্য কর্মীরাও এই কাজে তাকে সহযোগিতা করেন। গত রবি, সোম, মঙ্গল তিন দিন ধরে আশ্রমের তরফ থেকে মানুষকে এইভাবে তৃষ্ণার জল এবং শরবত বিতরণ করা হয়। মহারাজের এই কাজকে সাধারণ মানুষ সমাজসেবা হিসেবেই দেখছেন কিন্তু মহারাজ এই কাজটিকে জীব জ্ঞানে শিব সেবা হিসেবে দেখছেন।
এই প্রসঙ্গে কাশিকানন্দ মহারাজকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,“জয় রামকৃষ্ণ।খুব গরম পড়েছে তো,ঠাকুরের যেসব সন্তানেরা কাজে বেরিয়েছেন তাদের খুব কষ্ট হচ্ছে দেখলাম সেই কারণে যদি এই গরমে তাদেরকে একটু পানীয়,সরবত দেওয়া হয়, মনে হয় ঠাকুরের কৃপা হবে তাদের মধ্যেও তো ভগবান আছে। সেই কারণেই আশ্রম থেকে এই ব্যবস্থা করা হচ্ছে জয় রামকৃষ্ণ। জয় মা।”