সংবাদদাতা, আসানসোল:- আসানসোল শিল্পাঞ্চল সহ পশ্চিম বর্ধমান জেলায় দাবাকে জনপ্রিয় করতে এবং খেলোয়াড়দের উৎসাহিত করার উদ্যোগ নিচ্ছে গুড মর্নিং ক্লাব। এই উদ্যোগকে সফল করতে আসানসোলের বিএনআরে একটি বেসরকারি হোটেলে গুড মর্নিং ক্লাবের তরফে একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আসানসোল, বার্নপুর এবং আশেপাশের এলাকার মোট ১৬টি দল এই দাবা প্রতিযোগিতায় অংশ নেয়। ২৮ এপ্রিল থেকে অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতায় আনন্দ কুমার বিজয়ী এবং শঙ্কর রায় রানার আপ হন। প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের পুরস্কৃত করেন ক্লাব কর্মকর্তারা। এছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উপহার দিয়ে উৎসাহিত করা হয়। এই প্রতিযোগিতার মূল আয়োজক দীনেশ প্রসাদ জানান, দাবা খেলাকে আবারো প্রচার ও জনপ্রিয় করার লক্ষ্যে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী দিনে বড় পরিসরে দাবা প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিযোগিতা সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাব সভাপতি সুভাষ রায়, হিমাংশু দাস, রঞ্জিত ঘোষ, রাজেশ যাদব, বিজিত মুখোপাধ্যায় , দেবাশীষ বন্দোপাধ্যায় প্রমুখ।