সংবাদদাতা, আসানসোল:- বাড়িতে বসে ৮৫+ বছর বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোট দেওয়ার প্রক্রিয়া বা হোম ভোটিং শুরু হচ্ছে আগামী ২ মে থেকে। এই ভোটের কাজে থাকবেন ভোট কর্মী বা পোলিং পার্সোন্যাল, মাইক্রো অবজারভার এবং বিএলও। মঙ্গলবার সবাইকে নিয়ে আসানসোলে মহকুমাশাসক ( সদর) কার্যালয়ে আসানসোল লোকসভা কেন্দ্রের আসানসোল উত্তর বিধানসভার এই ভোট প্রক্রিয়া নিয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিলো। আসানসোলের মহকুমাশাসক (সদর) তথা আসানসোল উত্তর বিধানসভার এআরও বিশ্বজিৎ ভট্টাচার্যের উপস্থিতিতে এই ভোট প্রক্রিয়াটির সাথে যুক্ত সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়।
জানা গেছে, ২ মে ও ৩ মে এই ভোট প্রক্রিয়া হবে। প্রয়োজন হলে, ৪ মে অতিরিক্ত আরো একদিন তা করা হতে পারে। আসানসোল উত্তর বিধানসভায় এমন ভোটারের সংখ্যা ৫৫১ জন। আসানসোল লোকসভা কেন্দ্রেট সাতটি বিধানসভায় এমন ভোটারের সংখ্যা সাড়ে ৩ হাজারের বেশি। প্রসঙ্গতঃ, আগামী ১৩ মে চতুর্থ দফায় আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে।