সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বরঃ- আপনিও কি মন্দিরে গিয়ে বিগ্রহের সম্মুখে গিয়ে হুট করে ভূমিষ্ঠ বা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে বসেন? তাহলে আজকের এই লেখাটি আপনার জন্যই। আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা মন্দিরে গিয়ে ভগবানের সামনে গিয়ে ঢিপ করে প্রণাম করে বসেন, কিন্তু জানেন কি? প্রণাম করবারও একটা আদর্শ পদ্ধতি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, স্বামী ব্রহ্মানন্দজির সেবক ,সচিব ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দ একবার বলেছিলেন যে, মন্দিরে গিয়ে ঠাকুরকে ঠিক কীভাবে প্রণাম করতে হয়!
অনেকেই মন্দিরে প্রবেশ করে শ্রীরামকৃষ্ণের পট বা বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ বা সাষ্টাঙ্গ হয়ে অল্প সময়ের মধ্যেই প্রনাম করে ফেলেন- এই বিষয়ে বলতে গিয়ে স্বামী ব্রহ্মানন্দজীর সেবক, সচিব এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দ মহারাজ বলেছিলেন যে,“মন্দিরে ঠাকুরকে কি ভাবে প্রনাম করতে হয় জানো? কখনও মন্দিরে গিয়ে ঢিপ করে প্রনাম করবে না। আগে স্থির হয়ে দাঁড়িয়ে ঠাকুরকে কিছুক্ষণ দেখবে। ভাববে, ঠাকুর জীবন্ত, তোমায় দেখছেন। এইভাবে মন স্থির হলে তখন প্রনাম করবে এবং ভাববে ঠাকুরকে পা জড়িয়ে ধরে প্রনাম করছো।”