সংবাদদাতা, আসানসোলঃ- কবিতীর্থ চুরুলিয়ায় সাড়ম্বড়ে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম বর্ষপুর্ত্তি ৮ই মে। চুরুলিয়া দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর উদ্যোগে, সকালে বর্ণাঢ্য প্রভাতফেরি অনুষ্ঠানে অংশ নেন সংস্থার প্রধান উপদেষ্টা কাজী রেজাউল করিম, কাজী নুরুল হোসেন, কাজী আলী রেজা প্রমুখ এবং চুরুলিয়া সহ চিত্তরঞ্জন, আসানসোল, জামুড়িয়া, দুর্গাপুর ইত্যাদি বিভিন্ন অঞ্চলের কবি-শিল্পী- সাহিত্যিক সহ বহু সাধারণ মানুষ। পুষ্পার্ঘ্য প্রদান করা হয় কবি নজরুল ইসলাম ও কবি পত্নী প্রমিলা দেবীর সমাধিক্ষেত্রেও।
কবিগুরুর জন্মোৎসবের অনুষ্ঠান সকাল ও অপরাহ্নে দুই ভাগে বিভক্ত করে পালন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত,আবৃত্তি ইত্যাদি পরিবেশনে অংশগ্রহণ করেন ৮০ জন শিল্পী। দুর্গাপুর কর্ণফুলী, কবি জহর মিশ্র, কবি অপর্ণা দেঘরিয়া, সংগীত শিল্পী ঋতুকণা ভৌমিক,রিনা রায়, কল্লোল কাজী, রবিকিরণ ও অন্যান্য সংস্থা ও শিল্পী বৃন্দ।উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠান পরিচালক এবং ফাউন্ডেশন-এর সম্পাদক সোনালী কাজী,বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত,ড: প্রদীপ কুমার দত্ত সহ বহু স্বনামধন্য ব্যক্তিবর্গ।