সংবাদদাতা, কলকাতা:- অনন্য মিউজিক-এর কবিপ্রণাম (দ্বিতীয়)অনুষ্ঠান নিবেদিত হল ৯ই মে, দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট এন্ড কালচারের প্রেক্ষাগৃহে। প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অপালা বসুর স্মৃতির প্রতি উৎসর্গীকৃত উল্লিখিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান গেয়ে শ্রোতাদের তৃপ্ত করলেন- শ্রাবণী সেন, অদিতি গুপ্ত, চন্দ্রাবলী রুদ্র দত্ত, সুমন প্রান্থী, দেবশ্রী বিশ্বাস, দেবজিৎ দত্ত, ঋতুকণা ভৌমিক প্রমুখ ২৮ জন শিল্পী। গীটারে রবীন্দ্রগানের সুর বাজালেন- ড: শিবাজী বসু। রবীন্দ্র কবিতা আবৃত্তি করলেন-রজত সেনগুপ্ত, অর্পিতা দত্ত প্রমুখ। সম্মেলক রবীন্দ্রসঙ্গীতে অংশ নিলেন-কোরক,উদিচি (ডানকুনি),গীতিকা, রবিবিতান, সুরলোক ইত্যাদি সংস্থার শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় অনবদ্য ছিলেন সুদীপ্তা মুখোপাধ্যায়।