সংবাদদাতা,অন্ডাল, দুর্গাপুরঃ- ঘটনাকে ঘিরে ওই এলাকার মহিলারা অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়িতে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার ধান্ডারডিহি গ্রামের বাউরী পাড়ায়। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম গৌতম গড়াই বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট পর্ব শেষ হওয়ার পর। আজ সকালে ধান্ডারডিহি গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কর্মী গৌতম গড়াই বাউরী পাড়ার মহিলাদের লক্ষী ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। গৌতম মহিলাদের বলে তারা কে কাকে ভোট দিয়েছে তার জানা আছে। তাই সবার লক্ষী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেয়। এরপরেই বাউরি পাড়ার সমস্ত মহিলা ও পুরুষরা অভিযুক্ত গৌতম গোড়াই এর শাস্তির দাবিতে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ।
অন্যদিকে অভিযুক্ত তৃণমূল কর্মী গৌতম গড়াই কে সাংবাদিকরা জিজ্ঞেস করলে ক্যামেরার সামনে কোনরকম মন্তব্য রাখতে নারাজ গৌতম গড়াই। তবে বিক্ষোভের জেরে অবশেষে ক্ষমা চেয়ে নেই গৌতম গড়াই। ভোটের পরের দিনই লক্ষী ভান্ডার বন্ধ করে দেওয়ার অভিযোগ করছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আসানসোল লোকসভা কেন্দ্রের এইরূপ ঘটনাকে ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে।