সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুরের ‘সঙ্গীত ও সঙ্গত একাডেমী’র উদ্যোগে রবীন্দ্রজন্মোৎসব পালিত হল ইস্পাতনগরীর স্বপন ব্যানার্জী স্মৃতি মঞ্চে ১৪ই মে, সন্ধ্যায়। অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন – বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, পুষ্পার্ঘ্য প্রদান করেন দীনবন্ধু বালিয়াল প্রমুখ। অনুষ্ঠানে সম্মেলক,একক ও দ্বৈত সঙ্গীত, আবৃত্তি,নৃত্য ইত্যাদি পরিবেশন করেন একাডেমী এবং সুরভবন, সুরদরিয়া, দুর্গাপুর কয়্যার, সাঁই নৃত্যাঙ্গন সংস্থার শিক্ষার্থী ও সভ্য – সভ্যাবৃন্দ। এককভাবে সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী অশেষ মিত্র,দীনবন্ধু বালিয়াল, মন্দিরা বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা সাহা,মিলি পান্ডা,পাপড়ি চৌধুরী, শিখা পাল এবং একাডেমীর কর্ণধার পাপিয়া চট্টোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সজল দাশগুপ্ত ও জয়া ভট্টাচার্য্য। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন-পাপিয়া চট্টোপাধ্যায় এবং দেবাশীষ চট্টোপাধ্যায়।