সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বরঃ- একজন মানুষের মৃত্যুর পর তার আবার পুনর্জন্ম হয়- এই কথায় কিছু কিছু মানুষ বিশ্বাস করেন কিছু কিছু মানুষ বিশ্বাস করেন না! আসলে পুনর্জন্ম যে হয় তা আমাদের সনাতন শাস্ত্রে বর্ণিত আছে। মহাভারতের শিখন্ডীরই পুনর্জন্ম হয়েছিল শুধুমাত্র ভীষ্মকে মারার জন্য। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞান ও বিশ্বাস করে পুনর্জন্ম হয়, যদি কোন ব্যক্তি মৃত্যুর সময় কোন আকাঙ্ক্ষা নিয়ে দেহত্যাগ করেন,সেক্ষেত্রে তার পুনর্জন্ম হয়।
একবার একজন ভক্ত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ কে প্রশ্ন করেছিলেন যে, “অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে পুনর্জন্ম বা জন্মান্তরবাদের সত্যিই কি কোনো অস্তিত্ব আছে?” স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এই প্রশ্নের উত্তরে বলেছেন যে,“ হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে, শাস্ত্রে আছে। কিন্তু আপনি অদ্বৈত বেদান্ত বলতে কি বোঝাতে চাইছেন, আপনি কি অজাতবাদকে বোঝাতে চাইছেন। অজাতবাদ পুনর্জন্ম বা পরজন্ম দূরের কথা এই জন্মকেই স্বীকার করে না, বলে কারোর কোন জন্ম হয়নি সবই নিত্য মুক্ত। সুতরাং অদ্বৈত বেদান্তের অনেকগুলি স্তর আছে, আপনি কোন স্তর থেকে কথা বলছেন। সাধারণ দৃষ্টিতে শঙ্করাচার্যের মত যদি বলেন, তবে হ্যাঁ, পুনর্জন্ম বা জন্মান্তরবাদ তারা মেনেছেন।”একজন মানুষের মৃত্যুর পর তার আবার পুনর্জন্ম হয়- এই কথায় কিছু কিছু মানুষ বিশ্বাস করেন কিছু কিছু মানুষ বিশ্বাস করেন না! আসলে পুনর্জন্ম যে হয় তা আমাদের সনাতন শাস্ত্রে বর্ণিত আছে। মহাভারতের শিখন্ডীরই পুনর্জন্ম হয়েছিল শুধুমাত্র ভীষ্মকে মারার জন্য। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞান ও বিশ্বাস করে পুনর্জন্ম হয়, যদি কোন ব্যক্তি মৃত্যুর সময় কোন আকাঙ্ক্ষা নিয়ে দেহত্যাগ করেন,সেক্ষেত্রে তার পুনর্জন্ম হয়।
একবার একজন ভক্ত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ কে প্রশ্ন করেছিলেন যে, “অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে পুনর্জন্ম বা জন্মান্তরবাদের সত্যিই কি কোনো অস্তিত্ব আছে?” স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এই প্রশ্নের উত্তরে বলেছেন যে,“ হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে, শাস্ত্রে আছে। কিন্তু আপনি অদ্বৈত বেদান্ত বলতে কি বোঝাতে চাইছেন, আপনি কি অজাতবাদকে বোঝাতে চাইছেন। অজাতবাদ পুনর্জন্ম বা পরজন্ম দূরের কথা এই জন্মকেই স্বীকার করে না, বলে কারোর কোন জন্ম হয়নি সবই নিত্য মুক্ত। সুতরাং অদ্বৈত বেদান্তের অনেকগুলি স্তর আছে, আপনি কোন স্তর থেকে কথা বলছেন। সাধারণ দৃষ্টিতে শঙ্করাচার্যের মত যদি বলেন, তবে হ্যাঁ, পুনর্জন্ম বা জন্মান্তরবাদ তারা মেনেছেন।”-তো বন্ধুরা আজকে আমরা জানলাম যে পুনর্জন্ম হয় সনাতন ধর্মের যে কোনো শাস্ত্রে বা যে কোন মতবাদেই আপনি যান না কেন সব সময় আপনি জানতে পারবেন পুনর্জন্ম আছে- এই পুনর্জন্মের লোমহর্ষক কাহিনী অনেক জায়গায় বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ হয়েছে এরপর কোনদিন আমি পুনর্জন্মের সেই সমস্ত কথা নিয়ে আলোচনা করবো আজ এই পর্যন্তই।