সংবাদদাতা, সালানপুর :- নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কয়লা ভর্তি ডাম্পার। ডাম্পারে চাপা রয়েছে বিদ্যুৎ বাহী খুঁটি ও তার। প্রাণে বেঁচে গিয়েছেন ডাম্পার চালক। ঘটনাটি সালানপুর থানার লো-হাট এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে ই সি এল এর মোহনপুর খনি থেকে কয়লা ভর্তি করে ডাম্পারটি বনজেমারী সাইডিং এ যাচ্ছিল। সেই সময় কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুৎবাহী খুটিকে ধাক্কা মেরে উল্টে যায় কয়লা ভর্তি গাড়িটি।গাড়ির কেবিনে আটকে পড়ে গাড়ির চালক। পরে কোনরকমে কেবিন থেকে বেরিয়ে আসে চালক। ঘটনার পরে এলাকার মানুষ ডাম্পারটিকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযোগ তোলেন বারবার এই রাস্তায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে, কোনক্রমে এলাকার মানুষ প্রাণে বেঁচে যাচ্ছেন। এদিনও যেভাবে কয়লা বোঝায় ডাম্পারটি উল্টে যায় তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত। এলাকার বাসিন্দাদের দাবি এইসব ডাম্পার গুলিকে সাধারণ মানুষের স্বার্থে নিয়ন্ত্রণের ব্যবস্থা করুক। ঘটনার পর ই সি এল এর নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে এলে উত্তেজিত মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় । স্থানীয় মানুষ ই সি এল এর নিরাপত্তা কর্মী আধিকারিকদের ফিরিয়ে দেন।পরে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ খুব্ধ বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।স্থানীয়রা অভিযোগ তোলেন যারা ডাম্পার চালাচ্ছে তাদের অনেকেরই বয়স অনেক কম। তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সে বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করেন। গাড়ির সমস্ত ফিটনেস রয়েছে কিনা সে প্রশ্ন তোলেন বাসিন্দারা। এদিন এই ঘটনার পর মোহনপুর থেকে বনজেমারি সাইডিং পর্যন্ত কয়লা পরিবহন বেশ কিছুক্ষণ ধরে বন্ধ থাকে।