নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দুর্গাপুর ইস্পাত কারখানার দুর্ঘটনার খবর আবার শিরোনামে। দুর্গাপুর ইস্পাত কারখানায় বিগত কয়েক বছর ধরে একের পর এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক স্থায়ী ও ঠিকা শ্রমিকের। কারখানার নিরাপত্তা বিভাগের গাফিলতিতে মৃত্যুর হচ্ছে বলে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আগেও অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু ইস্পাত কর্তৃপক্ষ কারখানার ভেতরে শ্রমিকদের নিরাপত্তা দিতে আবারও ব্যর্থ হল। একটি সূত্র মারফত জানা গেছে গতকাল বৃহস্পতিবার নাইট শিফট ডিউটিতে যোগ দিয়েছিলেন দুর্গাপুরের ইস্পাত নগরীর সি-জোনের বাসিন্দা অমিত চ্যাটার্জি। তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার র মেটেরিয়াল হ্যান্ডলিং প্লান্টে অপারেশন বিভাগে কর্মরত এক স্থায়ী কর্মী ছিলেন। কারখানার একটি সূত্র মারফত জানা যায় আজ খুব ভোরের দিকে ট্রিপ্লারে কাজ করার সময় ওয়াগেনের নিচে পড়ে তিনি গুরুতর চোট পান। তার সহকর্মীরা তাকে প্লান্ট মেডিকেল থেকে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অমিত চ্যাটার্জি দুর্গাপুর ইস্পাত নগরীর একজন বিখ্যাত বাচিক শিল্পী ছিলেন। তার মৃত্যুর খবরে দুর্গাপুর শিল্পী ও সংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমেছে।