eaibanglai
Homeএই বাংলায়প্রকৃতিকে সম্মান জানাতে অরণ্যষষ্ঠী পালন জোনাকির

প্রকৃতিকে সম্মান জানাতে অরণ্যষষ্ঠী পালন জোনাকির

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বর:– আজ ১২ ই জুন, বুধবার অরণ্য ষষ্ঠী। এই অরণ্য ষষ্ঠী পালন করলো রাজ্যের একটি অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট। জোনাকি আয়োজিত এই অরণ্যষষ্ঠীর অনুষ্ঠান হলো ভারতের প্রথম পোস্ট অফিসের সম্মুখে খেজুরী পার্কে।

বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ,আমাদের এই বাংলায় প্রায় সারা বছরব্যাপী উৎসব পার্বণ লেগেই থাকে আর এই সমস্ত উৎসবের বেশিরভাগই পরিবেশবান্ধব এবং প্রধানত মহিলারাই সেখানে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। এইসব পরিবেশবান্ধব উৎসবের মধ্যে উল্লেখযোগ্য একটি হলোঅরণ্য ষষ্ঠী আর এই সবই হলো গ্রাম বাংলা কেন্দ্রিক উৎসব যা বাংলার চিরন্তন সংস্কৃতিকে তুলে ধরে। এই সংস্কৃতির মূল মন্ত্র হলো প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ। তাই সেই প্রকৃতি ও অরণ্যের প্রতি নিজেদের কৃতজ্ঞতা জানানোর জন্যই অরণ্য ষষ্ঠী নামক এই উৎসবটি পালন করলো জোনাকি।

অরণ্য ষষ্ঠীর এই পার্বনে হাজির ছিলেন জেলার বিশিষ্ট শিক্ষক,বিশিষ্ট সমাজসেবী ও জোনাকির উপদেষ্টা মাননীয় সমুদ্ভব দাশ মহাশয়, খেজুরীর বিশিষ্ট নাট্যকার,বিশিষ্ট গল্পকার,অনু পৃথিবী নামক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার মাননীয় ধীরেন্দ্রনাথ প্রধান মহোদয়, নন্দীগ্রামের বিট আধিকারিক মাননীয় সুখলাল হেমব্রম মহোদয়। বৃক্ষমাতাকে শ্রদ্ধা ও সম্মান জানানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়,তারপর জোনাকির পরিবেশ বান্ধব উপহারের মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত স্যারেরা অরণ্য ষষ্ঠীর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন, স্যারেরা বলেন,“ পরিবেশকে বাঁচাতে হবে, আর পরিবেশ বাঁচলেই আমরা বাঁচবো।জোনাকির এই স্লোগান সহ এই রকম কাজ প্রতিনিয়ত করে আসছে। ননস্টপ ভাবে করে যাওয়া জোনাকির এই সংগ্রামক আমরা কুর্নিশ জানায়।” অতিথিদের উদ্দেশ্যে ছোট ছোট জোনাকিদের নৃত্য সবার মনকে আকর্ষণ করে,পুনম,শ্রেয়শী, নেহা, স্নেহাদের নৃত্য এই অনুষ্ঠানের মধ্যে এক আলাদা মাত্রা এনে দেয় আর জোনাকির সহ-সম্পাদিকা মধুমিতা মন্ডল, নাইমা খাতুন, সানিয়া খাতুন, মনিরা খাতুনের কথা কবিতা অনুষ্ঠানকে সার্থক করেছে। উল্লেখ্য,পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জোনাকির কর্ণধার সেক আসমত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments