সংবাদদাতা, দুর্গাপুর:- গত ১০-১৪ই জুন শিলিগুড়িতে অনুষ্ঠিত হওয়া জাতীয় জুনিয়র কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে পশ্চিম বর্ধমান জেলার একমাত্র প্রতিযোগী ১৮বছর বয়সী সিমন কিস্কু পশ্চিমবঙ্গ রাজ্যের হয়ে অংশগ্রহণ করে। সেখানে তিনটি পর্যায় পেরিয়ে ফাইনাল এ ওঠে সিমন। ফাইনালে হেরে যায়। সারা দেশের বিভিন্ন রাজ্যের মোট ৬১১জন অংশ গ্রহণ করে।
বাবা পিন্টু কিস্কু বলেন ,”জাতীয় স্তরে অংশগ্রহণ করাটা বড় ব্যাপার। আগামী দিনে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে অলিম্পিক সহ অন্যান্য প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবার লক্ষ্য রয়েছে। আমরা যথেষ্ট তাকে সাপোর্ট করি। “
দুর্গাপুরের এল এস এম কিকবক্সিং একাডেমীর প্রশিক্ষক ঈশ্বর মাঝির প্রশিক্ষণে কিকবক্সিংএ হাতেখড়ি আদিবাসী সিমনের। দুর্গাপুর এল এস এম একাডেমির ফাউন্ডার তথা প্রধান কোচ শ্রী ঈশ্বর মাঝির তত্ত্বাবধানে থাকা খেলোয়াড়রা প্রত্যেকেই এর আগে পদক জয় করে রাজ্য ও জাতীয় স্তরে। এবার জাতীয় স্তরে আদিবাসী সিমন কিস্কু রৌপ্য পদক জয় করে পশ্চিম বর্ধমান জেলার মুখোজ্জল করে। ঈশ্বর মাঝি জানান যে তাদের একাডেমির খেলোয়াড়দের যথেষ্ট প্রশিক্ষণ দিয়ে নিপুন ও দক্ষ বানানো হয় যাতে আগামীতে তারা জাতীয় স্তরে শুধু নয় আন্তর্জাতিক স্তরেও পদক জয় করে দেশের এবং এই দূর্গাপুর শহরের নাম উজ্জ্বল করবে।