সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোল মাইনস বোর্ড অফ হেলথের বোর্ড মিটিং বুধবার হলো সংস্থার কনফারেন্স হলে। এই বৈঠকে আসানসোল মাইনস্ বোর্ড অফ হেলথের চেয়ারম্যান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, সেক্রেটারি ডাঃ সব্যসাচী গুপ্ত, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবলম, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ এই সংস্থার সমস্ত বোর্ড সদস্য ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এই বৈঠকে আসানসোল মাইনস্ বোর্ড অফ হেলথের অধীনে থাকা এলাকাগুলির উন্নয়নের পাশাপাশি কর্মচারীদের বকেয়া ও সুযোগ সুবিধা নিয়েও বিশদ আলোচনা হয়েছে বলে নরেন্দ্র নাথ চক্রবর্তী জানান। তিনি বলেন, সংস্থা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলছে। তা কিভাবে কাটিয়ে উঠতে পারা যায়, তা চেষ্টা করা হচ্ছে। একই সাথে এই সংস্থার আওতাধীন এলাকায় কিভাবে উন্নয়ন কাজ, পরিষ্কার,পরিচ্ছন্নতা, রাস্তাঘাট, ড্রেন ইত্যাদির ব্যবস্থা করা উচিত তা নিয়েও আলোচনা করা হয়েছে।