নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- অবশেষে খোঁজ পাওয়া গেল দুর্গাপুরের উদীয়মান খ্যাতনামা ভলিবল খেলোয়াড় সমীর পন্ডিতের। পুলিশের একটি সূত্র মারফত জানা গেছে রাজধানী দিল্লির আশেপাশের কোন এলাকায় তাকে ইতিমধ্যেই চিহ্নিত করা গেছে। অবিলম্বে তাকে দুর্গাপুর ফিরিয়ে আনা হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্ত জানান, “দুর্গাপুর থেকে গত ২১শে জুন বিকেল বেলায় উদীয়মান খ্যাতনামা ভলিবল খেলোয়াড় সমীর পন্ডিত রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান। পুলিশের দক্ষ গোয়েন্দা বাহিনীর তৎপরতায় তার খোঁজ পাওয়া গেছে। পারিবারিক লোকদের সঙ্গে তার ফোন মারফত কথা হয়েছে। দ্রুত তিনি বাড়ি ফিরে আসছেন।”
আবারো পুলিশের তৎপরতার ফলে শিল্পাঞ্চল দুর্গাপুরের বুকে ঘটে যাওয়া আরেক অবাঞ্চিত ঘটনার যবনিকা পতন হল। একটি সূত্র মারফত জানা গেছে পেশাই একজন খ্যাতনামা ভলিবল হলেও সমীর পন্ডিতের জীবন যাত্রার মান ছিল একটু অন্যরকম। পুলিশের কাছে তার যে মোবাইল ফোনটি রয়েছে তা প্রত্যেক মিনিটে মিনিটে বেজে উঠছে পাওনাদারের কলে বলে সূত্র মারফত জানা গেছে। বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক ও বেসরকারি অর্থ প্রদানকারী সংস্থার কাছ থেকে নাকি লোন নিয়েছেন এই সমীর পন্ডিত বলে জানা যাচ্ছে। যদিও তার ব্যক্তিগত ব্যাংক একাউন্টের ভাড়ার শূন্য । গোয়েন্দা আধিকারিকদের ভাবাচ্ছে হঠাৎ কি এমন কারণ ঘটলো যার জন্য সমীর পন্ডিতকে ঋণগ্রস্ত হতে হলো? কেন তাকে আচমকায় নিখোঁজ হয়ে যেতে হল? এই ঘটনার পেছনে আসল রহস্যটাই বা কি?
এদিকে গত ২১শে জুন বিকেল বেলা থেকে দুর্গাপুর পুলিশের একটি বিশেষ গোয়েন্দা দল নিখোঁজ ভলিবল খেলোয়াড়ের খোঁজে তল্লাশি শুরু করেন। সূত্র মারফত জানা গেছে পুলিশ খবর পায় দুর্গাপুর শিল্পাঞ্চলের সেপকো টাউনশিপের এক দম্পতির সাথে সমীর পন্ডিতের ঘনিষ্ঠ মেলামেশা ছিল। যেদিন তিনি নিখোঁজ হয়েছিলেন সেদিন নাকি একটি বুলেরো গাড়িতে করে ওই দম্পতির সাথেই সমীর পন্ডিত ছিলেন। এই খবর পুলিশের কাছে আসতেই সেপকো টাউনসিপ এর ওই দম্পতিকে থানায় ডেকে নাকি দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা বাহিনীর আধিকারিকরা। অবশেষে পুলিশের কাছে খবর আছে সমীর পন্ডিত নাকি রাজধানী দিল্লির কোন আশেপাশের এলাকা থেকে তার পরিবারের সঙ্গে ফোন মারফত যোগাযোগ করেছে এবং তিনি দ্রুত দুর্গাপুর ফিরে আসছেন বলেও নাকি জানিয়েছে। উদীয়মান খ্যাতনামা ভলিবল খেলোয়াড় রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার পেছনের আসল রহস্যটা কি? পুলিশের দক্ষ গোয়েন্দা বাহিনী সমীর পন্ডিতের ফিরে আসার অপেক্ষায় রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে তারা এই রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনার আসল তথ্য জানতে তৎপর।
এদিকে শিল্পাঞ্চলের ক্রীড়া প্রেমীদের মধ্যে সমীর পন্ডিতের খোঁজ পাওয়ার খবর আগুনের মতন ছড়িয়ে পড়ে চতুর্দিকে। ছোট থেকে বড় সকল খেলোয়াড়রাই এক বাক্যে সমীরের দ্রুত অক্ষত বাড়ি ফেরার জন্য শুভকামনা ও প্রার্থনা জানাই, তৎসহ দুর্গাপুর পুলিশের দক্ষ গোয়েন্দা বাহিনীর আধিকারিকদের সেলাম জানিয়েছেন।