eaibanglai
Homeএই বাংলায়তীব্র জলসংকট গ্রাম জুড়ে, 'জোড়ে'র জলই ভরসা

তীব্র জলসংকট গ্রাম জুড়ে, ‘জোড়ে’র জলই ভরসা

সংবাদদাতা, বাঁকুড়াঃ- তীব্র জলসংকট গ্রাম জুড়ে। ফলে ২০২৪ সালে দাঁড়িয়েও গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ‘জোড়ে’র জলই ভরসা বাঁকুড়া-১ ব্লকের জগদল্লা-২ গ্রাম পঞ্চায়েতের মানুষমুড়া গ্রামের মানুষের। সকাল হলেই যাবতীয় কাজ ছেড়ে হাঁড়ি, কলসি, বালতি নিয়ে গ্রামের মহিলারা বেরিয়ে পড়ছেন স্থানীয় জোড়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে জোড়ের বালি খুঁড়ে স্থানীয় ভাষায় ‘চুয়া’ তৈরি করে পানীয় জল সংগ্রহ করে আনতে হচ্ছে তাঁদের। মানুষমুড়া গ্রামের জল সংকটের এই চিত্র একদিনের নয়, প্রতিদিনের।

স্থানীয়রা জানিয়েছেন, গ্রামে যে ক’টি টিউবওয়েল রয়েছে সেগুলির জল ব্যবহারের অযোগ্য, ‘টাইম কল’ থাকলেও জল দেওয়ার টাইম (সময়) নেই। ফলে এক ও একমাত্র ভরসা গ্রামের জোড়ই। সেই জল খেয়েই এখন বেঁচে থাকা এখানকার মানুষের। জলসমস্যা সমাধানের দাবিতে একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হলেও মৌখিক আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে তারা দাবি করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments