সংবাদদাতা, আসানসোলঃ- সোশাল মিডিয়াকে কাজে লাগিয়ে সাইবার অপরাধ জালিয়াতদের নিয়ে শুধু সাধারণ মানুষই নয়, পুলিশ অফিসাররাও তার টার্গেট হচ্ছেন। স্বাভাবিক ভাবেই পুলিশ প্রশাসন গোটা বিষয়টি নিয়ে খুব চিন্তিত। এবার আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডুর সোশাল মিডিয়া ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করার অভিযোগ উঠেছে। সেই ভুয়ো প্রোফাইল থেকে বিভিন্ন মানুষের কাছে ম্যাসেজ করে প্রথমে ফোন নম্বর চাওয়া হচ্ছে। তারপর তার কাছে টাকা দাবি করছে সাইবার অপরাধীরা । গোটা বিষয়টি জানার পরে কৌশিক কুন্ডু ইতিমধ্যে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় অভিযোগ করেন। সাইবার থানা এখন সেই প্রতারকের খোঁজ করছে বলে জানা গেছে।
জানা যায়, ঐ ভুয়ো প্রোফাইলে প্রতারকের বন্ধু প্রায় ২০০০ জন হয়ে গেছে। এদিকে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় লিখে নিজের পরিচিতদেরকে যেন টাকা না দেওয়া না হয়, তার আবেদন করেছেন। কৌশিক কুন্ডু তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছিলেন যে একজন প্রতারক তার একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছে। কেউ তার সাথে বন্ধুত্ব করবেন না। কারণ ঐ ঠগ কিছু টাকা চাইতে পারেন। কিন্তু এর পরেও, প্রোফাইলটি চলছে। কৌশিক কুন্ডুর ছবি সেখান থেকে শেয়ার করা হচ্ছে। রবিবারও সেই প্রোফাইল সক্রিয় রয়েছে। তা থেকে এদিনও অনেককে ম্যাসেজ করে টাকা চাওয়া হচ্ছে। তবে, পুলিশ বা প্রশাসনের আধিকারিকদের ছবি ব্যবহার করে ভুয়ো প্রোফাইল তৈরি করা নতুন কিছু নয়। এর আগে একাধিক এমন ঘটনা ঘটেছে।