eaibanglai
Homeএই বাংলায়৩২ রকমের আম নিয়ে দিল্লির আম মেলায় সবার মন জয় করল বাঁকুড়ার...

৩২ রকমের আম নিয়ে দিল্লির আম মেলায় সবার মন জয় করল বাঁকুড়ার নিত্যানন্দ

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের পাঁকতোড় গ্রামের যুবক নিত্যানন্দ গরাই চাষ করেছেন বিভিন্ন প্রজাতির আম। সেই আম বাগানের ৩২ রকমের আম নিয়ে দিল্লির বুকে আম মেলায় হাজির হয় নিত্যানন্দ। সেখানে এক একটা মিয়াজাকি আম বিক্রি করে ৫০০০ টাকায়। এছাড়াও চাকাপাত ১ হাজার টাকায়, রেড পালমার ৬০০ টাকায় এবং অনন্যা প্রজাতির আম গুলো ৫০০ টাকায় বিক্রি করেন। তাঁর আমের স্বাদ ও গুণাগুণ প্রশংসা কুড়িয়েছে দেশের বিভিন্ন রাজ্য এবং ভিন দেশের আম প্রেমী মানুষজনের কাছে। আম মেলায় প্রথম স্থান অধিকার করেন। পেয়েছে একাধিক পুরস্কার এবং সার্টিফিকেট।

উল্লেখ্য তাঁর গ্রামের বাড়িতে বিস্তৃণ এলাকা জুড়ে চাষ করছেন আমি সহ বিভিন্ন ফলের। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফলের চাষ করে নজীর সৃষ্টি করেছেন। এই মুহূর্তে তার বাগানে মিয়াজাকি, রেড পালমার,কিং অব চাকাপাত, আমেরিকান ডগমাই, গোল্ডেন, থাই কেজি, কিউজাই, আম্রপালি সহ একাধিক বিদেশী ও দেশী আম রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments