eaibanglai
Homeএই বাংলায়ডাক্তারেরাও সাধারন ক্রিমিনাল ন্যায় সংহিতায়ঃ প্রতিবাদে পথে ডাক্তারবাবুরা

ডাক্তারেরাও সাধারন ক্রিমিনাল ন্যায় সংহিতায়ঃ প্রতিবাদে পথে ডাক্তারবাবুরা

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: এবার কি তবে বেশ জব্দ হতে চলেছেন ডাক্তারবাবুরা? চিকিৎসা গাফিলতিতে ন্যায় সংহিতার একটি ধারায় চিকিৎসকদের সাধারণ অপরাধীদের সমতুল হিসেবে তুলনা টানায় বিস্তর বিরক্ত ডাক্তারবাবুরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে এবার থেকে কঠোর সাজার প্রস্তাব ডাক্তারদের বিরুদ্ধেও। তারই প্রতিবাদে এদিন পথে নেমেছেন চিকিৎসক থেকে ডাক্তারি পড়ুয়ারাও।

ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ নং ধারার প্রতিবাদে আন্দোলনে সামিল চিকিৎসকরা। ভারতীয় ন্যায় সংহিতায় ১০৬ নম্বর ধারার পরিবর্তন চেয়ে এবার প্রতিবাদ কর্মসূচিতে সামিল বর্ধমান মেডিকেল কলেজের হবু চিকিৎসক ও ইন্টার্ণরা। রীতিমতো প্লাকার্ড হাতে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন মেডিকেলের ছাত্রছাত্রী ও চিকিৎসকরা।
বর্ধমান মেডিকেল কলেজের টি এম সি.পি ইউনিটের উদ্যোগে সামিল হন তারা। মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্ধমান মেডিক্যাল কলেজের ছাত্ররা একটি র‌্যালিরও আয়োজন করেন। বিকেলের পর মেডিকেল কলেজের ১ নম্বর গেট থেকে কৃষ্ণসায়র পার্ক মোড় পর্যন্ত মিছিল হয়।

বিএনএসের ১০৬ ধারায় উল্লেখিত চিকিৎসকদের বিরুদ্ধে সদ্য কার্যকর হওয়া আইনের প্রতিবাদ হিসেবে এই শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয় বলে দাবি আন্দোলনকারীদের। তারা জানান, নতুন ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ নম্বর ধারায় কিছু বিষয় আছে যা আপত্তিকর।আইনের পরিবর্তনের দাবী জানিয়ে তারা বলেন, চিকিৎসক হলেন উপশমকারী,তারা ক্রিমিনাল নন।এছাড়া তারাও মানুষ। তাদের নানা পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়।তারা এই আইনের তীব্র প্রতিবাদ করছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments