eaibanglai
Homeএই বাংলায়নেই সে রাজা,নেই সে উজির, তবু আজও অমলিন কান্দী শ্রী শ্রী রাধাবল্লভ...

নেই সে রাজা,নেই সে উজির, তবু আজও অমলিন কান্দী শ্রী শ্রী রাধাবল্লভ জিউর মন্দিরের রথযাত্রা

সঙ্গীতা চৌধুরী, বহরমপুর:- নেই সে রাজা,নেই সে উজির, তবু আজও রয়ে গেছে মুর্শিদাবাদের কান্দির রাজা কৃষ্ণচন্দ্র সিংহের প্রচলন করা রাধাবল্লভ জিউর মন্দিরের রথযাত্রা। আজ থেকে প্রায় ২০০ বছর আগে কান্দির তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু, নীলাচল পুরীর আদলে রাধা বল্লভ মন্দিরে এই রথ যাত্রার প্রচলন করেন, দীর্ঘ সময়ের ফেরে এই রথযাত্রা পালন উৎসবে সামান্য কিছু বদল এলেও আজও এই রথ যাত্রার ঐতিহ্য এতোটুকু ম্লান হয় নি। একসময় রথ যাত্রার দিন কান্দির রাজবাড়ি সংলগ্ন জগদীশ সিংহর বাড়িটিকে জগন্নাথের মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দির বানিয়ে রথের পর আট দিন জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে সেখানেই রাখা হতো,তবে বর্তমানে মন্দিরের ভগ্ন দশার কারণে এই নিয়মে অনেকটাই বদল এসেছে।

এখন রাধাবল্লভ জিউর মন্দিরের একটি আলাদা ঘরেই জগন্নাথ, বলরাম ও শুভদ্রা মহারাণী বিরাজ করেন। আগে বহুদূরান্ত থেকে মানুষ আসতেন এই রথযাত্রা দেখতে আজও তার ব্যতিক্রম হয় না। রথযাত্রাকে কেন্দ্র করে আগেও যেমন মেলা বসতো আজও তাই বসে। প্রসঙ্গত উল্লেখ্য মাঝখানে দু বছর করোনা মহামারীর কারণে এই রথযাত্রা বন্ধ ছিলো,তবে মহামারী ভয় কাটতেই আবার রথ যাত্রায় মেতে ওঠেন কান্দি বাসী। আজ কান্দীতে সিংহ বাড়ির রাজত্বের অবসান হলেও কান্দি রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় মহাসমারোহে।চলুন দেখে নেওয়া যাক সেই রথ যাত্রার কিছু ঝলক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments