সংবাদদাতা, পাণ্ডবেশ্বর:- আবারো পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম এলাকায় সোমবার রাতে ছেলে ধরার আতঙ্ক ছড়ালো। সোমবার নবগ্রাম এলাকায় দুই সন্দেহ ভাজন ব্যক্তিকে গ্রামের অলিতে গলিতে ব্যাগ হাতে ঘুরতে দেখেন স্থানীয় এক মহিলা। তাদের দেখেই মহিলার সন্দেহ হলে ছেলে ধরা বলে চিৎকার করতেই ওই সন্দেহ দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রামের প্রায় শতাধিক মানুষ বের হয় রাস্তায়। ধাওয়া করে ওই সন্দেহভাজন দুই ব্যক্তির মধ্যে একজনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। কোনরকম অপ্রীতিকর ঘটনার আগেই পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পাকড়াও হওয়া যুবককে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা আহ্লাদী বাউরী বলেন দুই যুবককে তিনি পাড়ার মধ্যে দিয়ে হাতে ব্যাগ নিয়ে আসতে দেখেন। তাদের দেখেই সন্দেহ হতেই তিনি ভয় পেয়ে চিৎকার করেন। চিৎকার শুনে পাড়ার বহু মানুষ বেরিয়ে পড়েন রাস্তায়। ২ যুবকের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে এক যুবক। যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে ছেলে ধরার আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে পাণ্ডবেশ্বর তথা পশ্চিম বর্ধমানের মানুষকে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ছেলে ধরার সন্দেহে বেশ কয়েকটি গণপিটুনির ঘটনার সামনে শিল্পাঞ্চলে। ছেলে ধরার আতঙ্ক গ্রাস করছে সমগ্র পশ্চিম বর্ধমান বাসীর।