eaibanglai
Homeএই বাংলায়বর্ষা শুরু হতেই ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত

বর্ষা শুরু হতেই ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত

সংবাদদাতা, আসানসোলঃ- বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আসানসোল পুরনিগম এলাকায় ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি নিয়ে শুক্রবার আসানসোল পুরনিগমকে কড়া আক্রমণ করেছেন আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক তথা রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, প্রতি বছর বর্ষা আসে। আর তার সঙ্গে সঙ্গে আসানসোল পুরনিগম এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে। কিন্তু সে বিষয় নিয়ে আসানসোল পুরনিগমের আধিকারিক মোটেই চিন্তিত নন। তারা তো রাস্তায় বেরোননা। যদি তারা রাস্তায় বার হতেন তাহলে তারা জানতেন যে আসানসোল পুরনিগম এলাকায় নালি নর্দমা পরিষ্কার করা হয়না। আবর্জনা ও ময়লা পরিষ্কার না হওয়ায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে। বিজেপি বিধায়ক বলেন, আসানসোল পুরনিগমের পক্ষ থেকে আগামী দিনে এইসব বন্ধে ব্যবস্থা না নেওয়া হলে বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করবে। তিনি বলেন, বিরোধী দল হিসেবে বিজেপি সবসময় সহযোগিতা করতে চায়। কিন্তু শাসক দল তৃনমুল কংগ্রেসের তাদের সহযোগিতা নিতে চায় না। আবার তারা নিজেরাও কোনো কাজ করতে চায় না বিজেপি বিধায়কের অভিযোগ উড়িয়ে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, পুর এলাকায় ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে একজন চেন্নাই থেকে এবং একজন বেঙ্গালুরু থেকে এসেছেন৷ ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন স্থানে ব্লিচিং স্প্রে করা হচ্ছে। নালি নর্দমা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ আটকাতে আসানসোল পুরনিগম সবরকম পদক্ষেপ নিয়েছে। চেয়ারম্যান এর সঙ্গে ডেঙ্গুয় পুরবাসীদের সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষদেরকে দেখতে হবে যে, কোথাও জল জমে না থাকে। ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে যাতে প্রতিটি ঘরে ঘরে। যাতে ডেঙ্গু ছড়ানো রোধ করা যায়।

এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস বলেন, দুর্গাপুরে ডেঙ্গুর পরিস্থিতি আসানসোলের চেয়ে একটু খারাপ। জানুয়ারি থেকে এখন পর্যন্ত আসানসোল পুরনিগম এলাকায় ১৩ টি ডেঙ্গুর রিপোর্ট করা হয়েছে। গত এক থেকে দুই সপ্তাহে আসানসোল এলাকায় তিনটি নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। সে তুলনায় দুর্গাপুরে পরিস্থিতি কিছুটা খারাপ। গত জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত দুর্গাপুরে ২০ টি ডেঙ্গু আক্রান্তর হদিশ পাওয়া গেছে। গত দু সপ্তাহে ৫টি নতুন ডেঙ্গু আক্রান্তর খবর পাওয়া গেছে বলে জানান তিনি। জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়ির আশপাশে নর্দমায় জল না জমে তা দেখতে হবে। পুরনো ও অপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার করতে হবে। যাতে সেইসব জায়গায় ডেঙ্গু বহনকারী মশার লার্ভা না জন্মায়। এর সঙ্গে আসানসোল ও দুর্গাপুর পুরনিগম কতৃপক্ষকে ড্রেন পরিষ্কারের ব্যবস্থা করতে বলা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য জেলা স্তরে ইতিমধ্যে একটি বৈঠক করা হয়েছে। দুর্গাপুর পুরনিগমের সাথেও একটি বৈঠক করা হয়েছে ডেঙ্গু মোকাবিলায়৷ আগামী ১৯ জুলাই আসানসোল পুরনিগমের সঙ্গে ডেঙ্গু নিয়ে একটি বৈঠক করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments