eaibanglai
Homeএই বাংলায়নরেন ফিরলেন বাড়ি, স্বাগত জানাতে কয়েক হাজার তৃণমূল কর্মী

নরেন ফিরলেন বাড়ি, স্বাগত জানাতে কয়েক হাজার তৃণমূল কর্মী

সংবাদদাতা, দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমান জেলার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা, পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আজ দুপুর একটা নাগাদ অন্ডাল বিমানবন্দরে অবতরণ করেন। দীর্ঘ এক পক্ষ কালেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসারত ছিলেন বেঙ্গালুরুর একটি হাসপাতালে।

সূত্র মারফত জানা যায় বেঙ্গালুরুতে নরেন্দ্রনাথ চক্রবর্তীর ওপেন হার্ট সার্জারি হয়েছে। চিকিৎসকরা তাকে সম্পূর্ণভাবে বিপদ মুক্ত ও সুস্থ বলে বাড়ি ফেরার অনুমতি দেন। রবিবার বিমান পথে বেঙ্গালুরু থেকে অন্ডাল বিমান বন্দরে বেলা একটা নাগাদ নামেন তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী সহ আরো বেশ কয়েক জন। সকাল থেকেই বিমানবন্দর চত্বরে জেলা সভাপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ও অনুগামী। ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার,তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার, সুভাষ মন্ডল, দলের মহিলা শাখার জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ অন্যরা। বিমানবন্দরের মূল গেটের বাইরে অসংখ্য মানুষের জমায়েতের ফলে সেই পথ এড়িয়ে নরেনবাবুকে বিমানবন্দর থেকে বের করা হয় অন্য পথে। সেখান থেকে গাড়ি করে সড়ক পথে তিনি ফেরেন পাণ্ডবেশ্বর এর সুভাষ কলোনির বাসভবনে। তার বাড়ি ফেরার পথেও বিভিন্ন রাস্তার মোড়ে তৃণমূলকর্মীরা তাকে স্বাগত জানান। জানা গেছে, আপাতত কদিন বাড়িতেই বিশ্রাম নেবেন নরেনবাবু। তারপর ফের দলীয় কাজ শুরু করবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments