eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রায় এক হাজার বৃক্ষরোপনের কর্মসূচি

দুর্গাপুরে প্রায় এক হাজার বৃক্ষরোপনের কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রতি বছর ১৪ ই জুলাই থেকে ২০ শে জুলাই — এই এক সপ্তাহ ব্যাপী রাজ্যজুড়ে বন মহোৎসব পালিত হয়। সেই মতো রাজ্য জুড়ে চলছে বৃক্ষ রোপন সহ নানা কর্মসূচি। সোমবার দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে পালিত হল বন মহোৎসব। সিটিসেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। যেখানে সাল সেগুন মেহগনি জাতীয় বৃক্ষের চারা রোপন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, জেলাশাসক পোন্নাম্বালাম এস, মহাকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, দুর্গাপুর নগর নিগম কমিশনার এ কে আজাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন হাসপাতালের কর্তা ব্যক্তি চিকিৎসক সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা।

এদিন নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি জানান, আগামী এক সপ্তাহে দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডে প্রায় এক হাজার বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহন করা হয়েছে। প্রত্যেক ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরদের উদ্যোগেই চলবে এই বৃক্ষরোপণের কর্মসূচি এবং দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ওই গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবেন। এছাড়ার এলাকার জনপ্রতিনিধিরাও গাছ লাগানো ও তার রক্ষণাবেক্ষণে সাহায্য করবেন।

দূষণে জেরবার দুর্গাপুর নগরীকে সবুজ করে তোলার নগর নিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শহরবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments