সঙ্গীতা চ্যাটার্জী, কলকাতাঃ- গত সোমবার ছিলো উল্টোরথ, জগন্নাথ দেব মাসির বাড়ি ছেড়ে এবার নিজের জায়গায় ফিরে আসবেন স্বমহিমায়। এইদিন সনাতন ধর্মের মানুষ মন্দিরে গিয়ে নিজেদের ধর্মীয় কাজ করে থাকেন, কিন্তু আমাদের গীতায় বলা হয় কর্মই ধর্ম। এই কথা মাথায় রেখে উল্টো রথের দিন নিজের মানবিক ধর্ম পালন করলেন কলকাতা পুলিশ কর্মী ও বিশিষ্ট সমাজসেবক বাপন দাস।
মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছেন একথা ভোলেননি বাপন, তাই প্রতি বছরের মতো এইবারও কলকাতার রাস্তায় দেখা গেলো কলকাতা পুলিশ কর্মী বাপন দাসকে। টানা রিক্সাওয়ালারা যারা সারা বছর মানুষকে শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যান তাদেরকেই রিক্সাতে বসিয়ে, কলকাতার পোদ্দার কোর্ট, লালবাজার স্ট্রিট, বৌ বাজার ও বড়বাজার এলাকায় ঘোরালেন পুলিশ কর্মী বাপন দাস। একজন, দুই জন নয়, দশ জন টানা রিক্সাওয়ালাকে কলকাতা শহর ঘোরালেন পুলিশ কর্মী বাপন দাস।