নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সোমবার দুর্গাপুর স্টিল টাউনশিপের সি-জোনে অবস্থিত মহাবীর ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত হল শিল্পাঞ্চলের শিল্পী জগতের অন্যতম বিশিষ্ট শিল্পী প্রয়াত তপেশ ব্যানার্জির স্মরণ সভা। তবে শুধু দুর্গাপুর বা পশ্চিমবঙ্গ নয়, রাজ্য তথা দেশের সীমানা ছাড়িয়ে তিনি আন্তর্জাতিক স্তরের সংস্কৃতি জগতের একটি ধ্রুব নক্ষত্র হিসেবে পরিচিতি পেয়েছিলেন। সাংবাদিকতার পাশাপাশি ভাষ্যকার, সঞ্চালক, আবৃত্তি শিল্পী, নাট্য শিল্পী তথা সমাজকর্মী হিসাবে তিনি পরিচিতিলাভ করেছিলেন। গত ৩জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে পাড়ি দেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
বাংলা সংস্কৃতি বলয়ের দক্ষিণবঙ্গ সংসদের উদ্যোগে ও সুরঙ্গম দুর্গাপুরের সহযোগিতায় আয়োজিত ‘স্মরণ শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক এদিনের অনুষ্ঠানে দুর্গাপুর, কাটোয়া, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, এমনকি ত্রিপুরা সহ সুদূর বাংলাদেশ থেকেও স্মৃতিচারণায় যোগ দিয়েছিলেন বহু বিশিষ্ট মানুষ। উক্ত স্বরণ সভায় উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি সুদূর ত্রিপুরা থেকে আগত দেবাশীষ ভট্টাচার্য, সুদূর বাংলাদেশ থেকে আগত বাংলা সংস্কৃতি বলয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন, বাংলা সংস্কৃতি বলয়ের দক্ষিণ বঙ্গ সংসদের পক্ষে ভবানীপ্রসাদ ব্যানার্জি, রুপা বিশ্বাস, স্নেহাশীষ রায় (বাঁকুড়া), রিমা ভট্টাচার্য, সুব্রত চক্রবর্তী, সায়ন্তী হাজরা (বর্ধমান), কৌশিক মুখার্জী (কাটোয়া)। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, সহ-সভাপতি পার্থপ্রতিম গুপ্ত, দুর্গাপুর নাটুকের পক্ষ থেকে নন্দিনী ব্যানার্জি, রিমঝিম সান্যাল, দুর্গাপুর শ্রুতি রঙ্গমের পক্ষে কাকলি রায় ও অন্যান্যরা, দুর্গাপুর কয়ারের পক্ষে পরিমল দাস, বিপ্লব চ্যাটার্জি, রিয়া সিংহ সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত সকলেই এদিন তাঁদের প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও স্মৃতিচারণ করেন। এই স্মরণ সভায় তপেশ ব্যানার্জি অভিনীত একটি শর্ট ফিল্ম ‘দ্য রিক্সাওয়ালা’ প্রদর্শিত করা হয়। অনুষ্ঠান শেষে দুর্গাপুর সুরঙ্গমের পক্ষ থেকে কর্ণধার সোমা মৈত্র স্মৃতিচারণ সভার উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।