সংবাদদাতা,বাঁকুড়াঃ- যুগের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে রুচি, আচার, ব্যবহার। এখনকার ছোটরা মাঠে গিয়ে খেলাধূলার পরিবর্তে বরং মোবাইল গেম বা ভিডিও গেমে বেশী স্বচ্ছন্দ। পাশাপাশি নতুন প্রজন্মের হাতে মুঠো ফোন এসে যাওয়ার সৃজনশীল কাজের পরিবর্তে সমাজ মাধ্যমেই বেশী ব্যাস্ত থাকে তারা। তবে একেবারে অন্য ছবি ধরা পড়েছে বাঁকুড়া শহরে। সেখানে দুই ভাইবোন তাদের খালি সময় কাজে লাগিয়ে তৈরি করে ফেলেছে নানা শিল্পকর্ম। যেমন নারকেলের উপর রঙ তুলির টানে ফুটে উঠেছে জগন্নাথদেব এবং জনপ্রিয় কার্টুন ছোটা ভীমের চরিত্র চুটকি। আবার কার্ডবোড, আঠা, কাঠি দিয়ে তৈরি হয়েছে সুন্দর পাল তোলা জাহাজ। আর এই সব শিল্প কর্ম তৈরি করেছে বাঁকুড়া জিলা স্কুলের পঞ্চম শ্রেনির ছাত্র রিক গড়াই এবং তার দিদি বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী রিকু গড়াই। গড়াই ভাই বোনের বাবা মা দুজনেই চাকুরীজীবী। তাই ছোট থেকেই বাড়িতে অনেকটা সময় তাদের একাই কাটাতে হয়। আর এই সময়টায় স্মার্ট ফোন না ধরে বরং রং তুলি হাতে তুলে নেয় এই গড়াই ভাই বোন। শিল্পের প্রতি ভালোবাসা তো আছেই এছাড়াও তাদের এই কাজে উৎসাহ যুগিয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী তথা বাঁকুড়া জিলা স্কুলের শিক্ষক মহাদেব মুখার্জী। রিক জানায় স্কুলে তাঁদের আঁকার শিক্ষক মহাদেববাবু প্লেন, জাহাজ সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে জানিয়েছেন। তার থেকেই জাহজ তৈরির অনুপ্রেরণা পেয়েছে সে। অন্যদিকে শিক্ষক মহাদেব মুখার্জী ছাত্র ছাত্রীদের এই শিল্পকর্মের প্রতি উৎসাহ বাড়াতে একটি মিউজিয়াম বানানোর আবেদন জানিয়েছেন।





