জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমানঃ- সবাই নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য দক্ষ কর্ভচারীর খোঁজ করে। চাকরির বাজারে অদক্ষরা কার্যত ব্রাত্য থেকে যায়। অথচ প্রতিটি প্রতিষ্ঠানে অদক্ষদের সংখ্যাটা খুব একটা কম নয়। এবার তাদের সমস্যার সমাধানে এগিয়ে এল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
১৭ ই জুলাই আসানসোলের ‘শ্রমিক ভবন-এ আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জ্জীর উপস্থিতিতে পশ্চিম বর্ধমান জেলার অদক্ষ শ্রমিকদের জন্য ‘কর্মসংবাদ পোর্টাল’- এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পোর্টাল উদ্বোধন করে ঋতব্রত বাবু ও মলয় বাবু দুজনেই বলেন, অদক্ষ শ্রমিক চেয়ে সাধারণত কোনো কোম্পানি চাকরির বিজ্ঞাপন দেয়না। ফলে তাদের পক্ষে চাকরি পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য দলের পক্ষ থেকে ‘কর্মসংবাদ পোর্টাল’ চালু করা হলো। এই পোর্টালে অদক্ষ শ্রমিকদের তথ্য থাকবে। ফলে নিয়োগকর্তাদের পক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অদক্ষ শ্রমিক নিয়োগ করা সহজ হবে।
জানা যাচ্ছে জেলাশাসকের কার্যালয়ে ও শ্রমিক ভবনে একটি করে ড্রপবক্স থাকবে। চাকরি প্রার্থীরা তাদের বায়োডাটা সেখানে জমা দিতে পারবেন। পোর্টালের মাধ্যমেও আবেদন করা যাবে। এই পোর্টালের উদ্দেশ্য হলো বিভিন্ন প্রতিষ্ঠানে অদক্ষ শ্রমিকের চাহিদা পূরণ করা যাতে একদিকে অদক্ষ শ্রমিকরা কর্মসংস্থানের সুযোগ পায় এবং অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী লোকবল পেতে পারে।