eaibanglai
Homeএই বাংলায়অরণ্য সপ্তাহ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা

অরণ্য সপ্তাহ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা

সঙ্গীতা মুখার্জ্জী মণ্ডল, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান:– একদিকে গ্রীষ্মকালীন তাপমাত্রা বেড়েই চলেছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে বৃক্ষচ্ছেদন। সমগ্র জীবকুলের পক্ষে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ছে। এই দুঃসহ পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য সমগ্র বিশ্বজুড়ে পরিবেশবিদররা বৃক্ষরোপণ করার পরামর্শ দিয়ে চলেছেন। প্রতিবছরের মত এবছরও এলাকায় সবুজায়নের লক্ষ্যে ও পরিবেশ রক্ষার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে এল দুর্গাপুরের ‘উত্তিষ্ঠিত জাগ্রত ও জাগো নারী’ ট্রাস্ট। তাদের ‘ছোঁয়া’ ইউনিটের একদল ক্ষুদে পড়ুয়াদের সঙ্গে নিয়ে পালন করল অরণ্য সপ্তাহ ও বৃক্ষরোপণ কর্মসূচি। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং পথ চলতি সাধারণ মানুষ।

গত ১৭ ই জুলাই সংস্থাটি শিশুদের সঙ্গে নিয়ে দুর্গাপুরের আরড়া মোড় থেকে মুচিপাড়াগামী লালবাহাদুর শাস্ত্রী রোড সংলগ্ন ব্যারিকেডের মাঝে ২৫ টির বেশি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করে। প্রসঙ্গত এই শিশুগুলি চিকিৎসক দম্পতির নিজস্ব চ্যারাটির দুঃস্থ বাচ্চা যাদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত খরচ তারা বহন করেন।

অরণ্য সপ্তাহ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সময় উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার তথা সভাপতি ডঃ উদয়ন চৌধুরী ও ডঃ কবিতা বর্মণ চৌধুরী সহ সকল সদস্যরা।

ড. চৌধুরী বলেন -পরিবেশ রক্ষার দায় আমার আপনার সকলের। আশারাখি আপনারা আপনাদের সন্তানসম চারাগাছগুলিকে বেড়ে উঠতে পূর্ণ সহায়তা করবেন। তিনি আরও বলেন- শিশু মনে সবুজের চেতনা তুলে ধরতে যাতে তারা বৃক্ষরোপণ ও সেগুলি রক্ষনাবেক্ষন করে পরিবেশ রক্ষার দায়িত্ব গ্রহণে সচেষ্ট হয়।

প্রসঙ্গত এই সংস্থাটি সারাবছর ধরেই বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং প্রতি বছরই বৃক্ষরোপণ উৎসব করে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments