eaibanglai
Homeএই বাংলায়দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। নিম্নচাপের কারণে টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই।

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আজ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। সেটি মূলত উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলের কাছে রয়েছে। এরপর ক্রমেই সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আগামী দু’দিনে। এই নিম্নচাপ বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হবে বলে জানানো হয়েছে। যার জেরে চলতি সপ্তাহে ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ এবং ২১ তারিখ, অর্থাৎ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার ৭৫ শতাংশের বেশি এলাকাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর।

১৯ তারিখ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ওই দিন কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। ভারী বৃষ্টি হতে পারে রবিবারও। সে দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এরপর ২২ জুলাই হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। মূলত ২৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে জারি থাকবে বৃষ্টি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments