সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ– সম্প্রতি রাজ্যে ছেলেধরা গুজব ও তার সঙ্গে গণপিটুনির ঘটনা বার বার সংবাদ শিরোনামে উঠে আসছে। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন গুজবে কান না দেওয়া ও আইন হাতে তুলে না নেওয়ার আবেদন জানিয়ে লাগাতার সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু তাতে আদৌ কি কোনো কাজ হচ্ছে? প্রশ্ন উঠছে বার বার। কারণ ছেলেধরা গুজবে গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে। বৃহস্পতিবার এই ছেলেধরা গুজবকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল পুরনিগমের ৭৭ নম্বর ওয়ার্ডের বার্ণপুরে নরসিংহ বাঁধ এলাকা। এলাকায় এক যুবককে মারধরের ঘটনাও ঘটে।
ঘটনা প্রসঙ্গে জানা গেছে , এদিন সকালে ৭-৮ বছরের স্কুলের শিশুরা এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলো। ঠিক ওই সময় বহিরাগত এক যুবককে এলাকায় দেখে স্থানীয়দের ছেলেধরা বলে সন্দেহ হয় । অভিযোগ এরপরই ওই যুবককে আটক করে মারধর শুরু করা হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় হিরাপুর থানার পুলিশ এবং ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবক আসানসোল রেলপার এলাকাট বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ ওই যুবক নেশাগ্রস্ত ছিল ও একটি শিশুর গলার চেন ছিনতাইয়ের চেষ্টা করছিল। তবে পুরো বিষয়টি কি ঘটেছিল সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।