eaibanglai
Homeএই বাংলায়পুরনিগম ঘেরাও সাফাই কর্মীদের, আন্দোলনের হুঁশিয়ারি

পুরনিগম ঘেরাও সাফাই কর্মীদের, আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শুক্রবার বেতন বৈষম্যে, মহিলা সাফাই কর্মীদের দিয়ে ভ্যান চালানোর প্রতিবাদে ও আট দফা দাবিতে দুর্গাপুর পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখাল ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন। কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতৃত্বে চলে এই বিক্ষোভ কর্মসূচি। যার নেতৃত্ব দেন কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহা ও আইএনটিইউসি নেতা রজত দীক্ষিত।

এদিন দুপুরে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে প্রায় আড়াই হাজার অস্থায়ী সাফাই কর্মীদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের হয়। সৈই মিছিল পুরনিগম ভবনে পৌঁছে পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে প্রশাসক মন্ডলীর কাছে স্মারকলিপি প্রদান করেন শ্রমিক সংগঠনেরা নেতৃত্বরা।

এদিনের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে আইএনটিইউসির জেলা সভাপতি সুভাষ সাহা বলেন, “আসানসোল পুরসভায় সাইফ কর্মীদের ৩৪৭ টাকা করে প্রতিদিনের মজুরি হলেও দুর্গাপুর পুরনিগমে দেওয়া হচ্ছে ২০২টাকা। শহর জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে সাফাই কর্মীদের। অথচ বাড়ানো হচ্ছে না মজুরি। দেওয়া হচ্ছে না ইএসআই ও পিএফ। এছাড়াও একাধিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মীরা।” পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন আইএনটিইউসি নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments