সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের রুপনারায়ণপুরে রাষ্ট্রয়ত্ত সংস্থা হিন্দুস্তান কেবলসের জমিতে নতুন শিল্প তৈরি নিয়ে শুরু হল জল্পনা। প্রসঙ্গত শুক্রবার হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শন করেন রাজ্য শিল্প দপ্তরের আধিকারিকদের একটি প্রতিনিধি দল। এদিন হিন্দুস্তান কেবলসের অফিস, কারখানা, বৃদ্ধাশ্রম গেস্ট হাউস সহ বন্ধ থাকা স্কুলও সরজমিনে পরিদর্শন করেন ও ছবি তোলেন প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি যেসব জায়গা দখল হয়ে গেছে সেগুলিও ঘুরে দেখেন তাঁরা। আর এর থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে কি পরিত্যক্ত হিন্দুস্তান কেবলসের জমিতে আসতে চলছে নতুন কোনো শিল্প? বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে বন্ধ কারখানার জমি পরিদর্শন কিছুটা হলেও আশা জাগিয়েছে এলাকাবাসীদের মনে।
এদিন পরিদর্শনে আসা দলে ভূমি সচিব স্মারকি মহাপাত্র ছাড়াও ছিলেন শিল্প দপ্তরের স্পেশাল সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, আসানসোল ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, সালানপুরের বিএলআরও। জানা গেছে, হিন্দুস্তান কেবলস ৯৪৭.২৭ একর জমির মধ্যে ১০০ একরেরও বেশি জমি ইতিমধ্যে দখল হয়ে গেছে।
উল্লেখ্য দীর্ধ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে হিন্দুস্তান কেবলস কারখানা। ২০১৭ সালে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পরে রূপনারায়ণপুর, ডাবর, সামরি সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে। তাই বন্ধ কারখানার অব্যবহৃত এবং পরিত্যক্ত জমিতে নতুন শিল্প স্থাপনের জন্য দাবি জানাচ্ছিল এলাকাবাসীদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠন, বণিক সংগঠনগুলি।
অন্যদিকে এদিনের পরিদর্শন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন, “কেন্দ্র এখানে কারখানা গড়বে না। এই জমি রাজ্য সরকারের। তাই আমরা সেই জমি ফিরিয়ে নিয়ে সেখানে নতুন শিল্প গড়ার দাবি জানিয়েছি। আমাদের দাবি পূরণ করতে রাজ্য যে উদ্যোগী, ভূমি সচিবের জমি পরিদর্শনেই তা স্পষ্ট ।” যদিও এই দাবিকে উড়িয়ে দিয়ে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় দাবি করেন, জমি পরিদর্শন আসলে একটা ভেলকি। যদিও সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী নতুন কোনও শিল্প এলে তাকে স্বাগত জানানোর কথা জানিয়েছেন।