সন্তোষ মণ্ডল, আসানসোলঃ– আসানসোল চন্দ্রচূড় মন্দির চত্বরে শনিবার একটি পানীয় জালাধারের উদ্বোধন হল। উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। সমাজসেবী সংগঠন আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে এই জালাধারটি তৈরি করা হয়। এদিন সংগঠনের সভাপতি সুদেষ্ণা ঘটক এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য মহিলা সদস্যরা।
এদিন সুদেষ্ণা ঘটক জানান, প্রতিদিন মন্দিরে বহু ভক্তের সমাগম হয়। কিন্তু মন্দিরে পানীয় জলের সুব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হতো তাদের। সেই বিষয়টি মাথায় রেখেই তাদের সংগঠনের তরফে জালাধার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তিনি জানান তাঁদের সংগঠন বছরভর বস্ত্র দান, কম্বল দানের মতো নানা সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে। এমনকি যখন আম্ফানের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটে বা করোনার মতো মহামারী ছড়িয়ে পড়ে, তখনও আসানসোল মহিলা উদ্যোগ নিজেদেরকে মানুষের সেবায় নিয়োজিত করেছিল। এছাড়াও নিয়িমিত রক্তদান শিবিরেরও আয়োজন করে তাদের সংগঠন।
অন্যদিকে সমাজসেবী সংগঠন মহিলা উদ্যোগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।