eaibanglai
Homeএই বাংলায়পথশ্রী প্রকল্পে কাটমানির অভিযোগ

পথশ্রী প্রকল্পে কাটমানির অভিযোগ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরিতে কাটমানির অভিযোগ তুলে কাজ বন্ধের হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। অন্যদিকে রাস্তা তৈরির ক্ষেত্রে সমস্যার কথা মেনে নিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার।

প্রসঙ্গত বাঁকুড়ার জেলার বিভিন্ন এলাকায় পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠছে। এবার বাঁকুড়ার মেজিয়া ব্লকের বেনাগাড়ি থেকে মুরগাবনি রেল লাইন পর্যন্ত দু কিলোমিটার রাস্তা নির্মাণের ক্ষেত্রে ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিবাদে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। আর স্থানীয়দের এই বিক্ষোভে অংশ নিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক চন্দনা বাউরী।

স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের বেনাগাড়ি থেকে মুরগাবনি রেল লাইন পর্যন্ত ২ কিলোমিটার পথশ্রী প্রকল্পের জন্য মোট ৯৫ লক্ষ টাকা বরাদ্দ হয়। রাস্তাটি নির্মাণের কাজ এখন প্রায় শেষের মুখে। গ্রামবাসীদের দাবী যে রাস্তা নির্মাণের কাজ এখনো শেষই হয়নি সেই রাস্তায় জায়গায় জায়গায় হাত দিয়ে চাপ দিলেই উঠে আসছে পিচের চাঙড়। স্থানীয়দের দাবী অত্যন্ত নিম্ন মানের সামগ্রী ব্যবহারের ফলেই নবনির্মীত রাস্তার এমন হাল হয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক এই ঘটনার জন্য দায়ী করেছেন শাসক দলকে। তাঁর অভিযোগ শাসক দলের পদাধিকারীরা ঠিকাদারের কাছে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার ফলেই বাধ্য হয়ে ঠিকাদার ওই রাস্তা নির্মানের ক্ষেত্রে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করেছেন।

অন্যদিকে বিজেপি বিধায়কের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত মেজিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। যদিও বরাত প্রাপ্ত ঠিকাদার রাস্তাটির বেহাল অবস্থার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর দাবী রাস্তা নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয়নি। বর্ষার সময় পিচের রাস্তা করার ফলেই এই সমস্যা হয়েছে। রাস্তার যে অংশে এই সমস্যা হয়েছে সেখানে রাস্তাটি পুননির্মাণ করে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments