সঙ্গীতা চ্যাটার্জী, হুগলিঃ- আজ গুরু পূর্ণিমা। শাস্ত্রে বলা হয়,গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নম:। আজ গুরু পূর্ণিমার উদ্দেশ্যে নালিকুলের সবুজ কালী মায়ের মন্দিরে পন্ডিত শ্রী শিবানন্দপুরী বিশেষ পুজো ও যজ্ঞানুষ্ঠান করেন। এই দিন পন্ডিত শিবানন্দপুরী তাঁর পরাপর গুরু বামাক্ষ্যাপা,পরম গুরু তারাক্ষ্যাপা ও গুরুদেব বোধানন্দ পুরী জির উদ্দেশ্যে বিশেষ পূজা সকাল ১০টা থেকে শুরু করেন। এরপর সকাল এগারোটা থেকে হোম যজ্ঞ শুরু হয়, হোম যজ্ঞ অনুষ্ঠান চলে বিকেল চারটে অবধি। হোম যজ্ঞ সমাপন হওয়ার পর মায়ের ভোগ প্রসাদ আগত ভক্তবৃন্দদের খাওয়ানো হয়। পন্ডিত শিবানন্দপুরীর দীক্ষিত ভক্তরা এইদিন গুরু পূর্ণিমায় মায়ের মন্দিরে এসেছিলেন, ইষ্ট দেবী ও গুরুদেবকে দর্শন করতে।
গুরু পূর্ণিমার এই বিশেষ তিথিতে যারা আসতে পারেননি, তাদের উদ্দেশ্যে পন্ডিত শিবানন্দপুরী জানান, আজকের এই বিশেষ দিনে যারা আসতে পারবে না বিশেষ কাজ বা শরীর অসুস্থতা বশত, তারা মনে মনে গুরু দেবের উদ্দেশ্যে প্রণাম জানাবে। বাড়িতেই গুরু দেবের ছবির সামনে পূজা করবে কিন্তু ফোন করে কেউ প্রণাম জানাবে না, এটা কখনোই শাস্ত্র ও বিধি সাপেক্ষ নয়। অনেকেই এই বিষয়ে অবগত ছিলেন না, গুরুজির মুখ থেকে এই কথা শুনে তারা বুঝতে পারেন গুরুর থেকে দূরে থাকলেও গুরু পূর্ণিমা কীভাবে পালন করা উচিত।