eaibanglai
Homeএই বাংলায়'সম্মান চাই', দাবি তুলে পুরনিগম ঘেরাও

‘সম্মান চাই’, দাবি তুলে পুরনিগম ঘেরাও

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সোমবার দুপুরে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল দুর্গাপুর পুরনিগম। অভিযোগ নানাভাবে পুর নিগমের স্বাস্থ্য আধিকারিকের কাছে হেনস্থা ও অপমানের শিকার হতে হচ্ছে তাদের।

পৌর স্বাস্থ্যকর্মী কনট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পাল এদিন অভিযোগ করে বলেন, “আমাদের মাসে ৫২৫০ টাকা করে দেওয়া হয়। সেই টাকাতেই স্বাস্থ্য সংক্রান্ত কাজের জন্য খাতা কিনতে বলা হচ্ছে। অতিরিক্ত কাজও করানো হচ্ছে। হাসপাতালে সন্তান প্রসবের সময় যদি কোন সন্তানের বা মায়ের মৃত্যু হচ্ছে সেই দায়ও আমাদের উপর চাপানো হচ্ছে । প্রতিবাদ করলে করা হচ্ছে অপমান। অপমান করছেন স্বাস্থ্য আধিকারিক।” পাশাপাশি কেকাদেবী দাবি করেন তারা শুরু যথাযথ সম্মান চান। আর সেই সম্মানের দাবিতেই আজকের তাদের এই বিক্ষোভ।

যদিও স্বাস্থ্য কর্মীদের এই অভিযোগ মানতে চাননি পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি। এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বর্তমান স্বাস্থ্য আধিকারিক অত্যন্ত কাজের মানুষ। উনি ঠিকঠাক করে কাজ করতে বলাতেই স্বাস্থ্যকর্মীদের রাগ হচ্ছে। এখানে অপমানের কোনো ব্যাপারই নেই।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments