eaibanglai
Homeএই বাংলায়সঙ্গীতম এর ৫৫ তম বর্ষপূর্তি

সঙ্গীতম এর ৫৫ তম বর্ষপূর্তি

সংবাদদাতা, দুর্গাপুরঃ– দুর্গাপুরের খ্যাতনামা সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীতম এর ৫৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হল ২১জুলাই সন্ধ্যায়, ইস্পাতনগরীর নেতাজী ভবন প্রেক্ষাগৃহে। শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়, প্রদীপ প্রজ্জলনে অংশ নেন সঙ্গীতমের অধ্যক্ষ এবং প্রতিষ্ঠাতা সংগীতগুরু বিমল মিত্র, বিশিষ্ট সমাজসেবী সুদেব রায়, রবীন্দ্রসংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, শিক্ষাব্রতী ড: দেবব্রত ঘোষ,ড: অরুণ উপাধ্যায় প্রমুখ। সঙ্গীতানুষ্ঠানে সম্মেলক ও একক সংগীত পরিবেশিত হয়। উল্লেখযোগ্য ছিল গুরু বিমল মিত্রর পরিচালনায় ‘মল্লার রাগমালা’- অংশগ্রহণ করেন সংগীত পরিচালক স্বয়ং, মধুমিতা মিত্র এবং কণ্ঠ সহযোগিতায় গৌতম দত্ত এবং অন্যান্য শিল্পীরা। যন্ত্রসংগীত সহযোগিতায় অনবদ্য ভূমিকা পালন করেন হরিসাধন মুখোপাধ্যায় (তবলা),দেবাশীষ চট্টোপাধ্যায় (পাখোয়াজ), গৌতম দত্ত (হারমোনিয়াম), দেবাশীষ বিশ্বাস (বাঁশি) ও বিশ্বায়ন রায় (এসরাজ)। এছাড়াও অন্তর্ভুক্ত ছিল তুষার দত্তর শাস্ত্রীয় কণ্ঠসংগীত, কৃষ্টি গোলদার (ভজন), সুপ্রভা রায় (রাগপ্রধান), নিবেদিতা ও নবনীতা ভগ্নীদ্বয় (কণ্ঠসংগীত) এবং রঞ্জিত কুমার (হিন্দি ভাষায় বক্তব্য) ইত্যাদি।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় অনবদ্য ভূমিকা পালন করেন- মিতা চৌধুরী এবং দেবদাস সেন।অনুষ্ঠানে সংবর্দ্ধিত হন-নবীন শিল্পী জিতেন্দ্র কিশোর মিশ্র (বাঁশি) ও ডঃ মিতা সরকার (কন্ঠ)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments