সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বাংলার দুর্গাপুজো উদ্যোক্তা ক্লাবগুলিকে মুখ্যমন্ত্রীর পুরস্কার। এ বছর পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির কথাও ঘোষণা করেন তিনি। পুজোর প্রায় আড়াই মাস আগে মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বৈঠকে এই ঘোষণা করেন তিনি।
প্রসঙ্গত এদিন বাংলার দুর্গাপুজো কমিটি গুলিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ভার্চুয়ালি সব জেলাই অংশগ্রহন করেছিল। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা, কলকাতা পুলিশের আধিকারিক এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় বাজেটে বাংলার ভাগ্যে শূন্য জুটলেও তিনি পুজো কমিটি গুলিকে দুঃখ দিতে চান না। জানান চলতি বছর ৪৩ হাজার ক্লাবকে দুর্গাপুজোর জন্য ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এর মধ্যে ৪০ হাজার পুজো রয়েছে জেলাগুলিতে। আগামী বছর এই অনুদান বৃদ্ধি পেয়ে এক লক্ষ টাকা হবে।
উল্লেখ্য ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া শুরু করেন। প্রথম বছরে ২৫ হাজার টাকা দেওয়া হয় ক্লাবগুলোকে। তারপর করোনা পরবর্তী ধাক্কায় অনুদানের পরিমাণ দ্বিগুণ করা হয়। গত বছরও ক্লাবগুলির জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছিল। সে বার ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে। ২০২২ সালে প্রতিটি ক্লাব পেয়েছিল ৬০ হাজার টাকা করে। এবার শুধু অনুদান বাড়ানো হয়নি, বিদ্যুৎ ছাড়ও বাড়ানো হয়েছে। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলেও ৭৫ শতাংশ ছাড় দেওয়ার জন্য সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী। গত বছর বিদ্যুতের মাসুলে ৬৬ শতাংশ ছাড় ও তার আগের বছর ৬০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল।
এদিন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে আসানসোলের রবীন্দ্র ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ রকেট চট্টোপাধ্যায় সহ প্রশাসন ও পুলিশ কমিশনারেটের একাধিক আধিকারিকরা। এছাড়াও ছিলেন একাধিক পুজো কমিটির সদস্য ও সদস্যরা।
বৈঠকের পর এদিন জেলাশাসক জানান পশ্চিম বর্ধমান জেলায় প্রায় ১১৪০ টির মতো সরকার অনুমোদিত দুর্গাপুজো হয়। তবে এবছর সেই সংখ্যা বাড়বে কিনা তা এখনই বলা যাচ্ছে না। এবার অনেক আগে থেকেই সব প্রস্তুতি শুরু করে দেওয়া হবে। প্রথমে থানা স্তরে মিটিং হবে পুজো কমিটিগুলোকে নিয়ে। তারপরে জেলা স্তরে মিটিং করা হবে। অন্যদিকে এবার মুখ্যমন্ত্রী সরকারি অনুদান বাড়ানোয় বৈঠকেই পুজো উদ্যোক্তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।