eaibanglai
Homeএই বাংলায়ডুলি বিকল, খনিগর্ভে আটকে রইলেন শ্রমিকরা

ডুলি বিকল, খনিগর্ভে আটকে রইলেন শ্রমিকরা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কলিয়ারির ডুলি বিকল হয়ে বিপাকে পড়লেন ১২০ জন খনি শ্রমিক। ঘটনা ই সি এল-এর কেন্দা এরিয়ার ছোড়া ৭/৯ কোলিয়ারিতে। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গেছে যে ডুলিতে করে খনি কর্মীদের নিচে নামানো এবং উপরে উঠানো হয়, সেই ডুলি চালিত হয় ব্রয়লার ইঞ্জিনের মাধ্যমে। এদিন দুপুর দুটো নাগাদ এই ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। এরফলে খনি গর্ভের মধ্যে আটকে পড়েন ১২০ জন শ্রমিক। জীবন হাতে নিয়ে খনিগর্ভে প্রায় চার ঘণ্টা আটকে থাকেন তাঁরা। খবর পেয়ে খনি শ্রমিকদের পরিবারের লোকজন ছুটে যান। তাঁরা তাঁদের প্রিয়জনকে দ্রুত উদ্ধারের আবেদন জানাতে থাকেন। শেষ পর্যন্ত সন্ধে ছ’টা নাগাদ ওই ইঞ্জিন সচল করা সম্ভব হয় এবং এরপর একে একে খনির ভেতর থেকে কর্মীদের উঠিয়ে আনা হয়।

উদ্ধারের পর খনি শ্রমিকরা জানান আতঙ্কের মধ্যে উদ্ধারের আশয়া প্রহর গুনছিলেন তাঁরা। অবশেষে খনি থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে।


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments