সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- পশ্চিমবঙ্গের জন্য এত বড় অঙ্কের প্রজেক্ট আগে কখনো নেয়নি রেল। রাজ্যের জন্য চলতি বছরে প্রায় ১৩৯৪১ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এছাড়াও ৬০ হাজার কোটি টাকার প্রজেক্টের কাজ ইতিমধ্যেই চলছে। বুধবার আসানসোল রেল ডিভিশনাল ম্যানেজার অফিসে অনুষ্ঠিত ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন এমনটাই জানালেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এদিন রেলমন্ত্রীর সাংবাদিক বৈঠকরে পর আসানসোল রেল ডিভিশনাল ম্যানেজার চেতনানন্দ সিংহ জানান, আসানসোল রেল ডিভিশনে পুরানো মোট ১৮ টি জলের ট্যাংক ভেঙে নতুন জলের ট্য়াঙ্ক তৈরি হবে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে। বর্ধমান রেলস্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনার কথা মাথায় রেখেই রেলের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এছাড়াও অমৃত ভারত প্রকল্পে বেশিরভাগ স্টেশনকে নতুন করে তৈরি করা হচ্ছে। পাশাপাশি আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত রেলওয়ে ওভারব্রিজ গুলির মেরামতির জন্য় ১০৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও এদিন জানান ডিআরএম। অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল করিডরের কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে ও ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে বলেও জানান তিনি। সর্বোপরি যাতে কোথাও কোন ট্রেনকে খুব বেশিক্ষণ না দাঁড়াতে হয় তার জন্য সমস্ত রকম আলোচনা করে বিভিন্ন ট্রেনের সময়সূচীও পরিবর্তন করা হচ্ছে বলে জানান রেল ম্যানেজার।
এদিনের রেলমন্ত্রীর ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ডিআরএম চেতনানন্দ সিংহ সহ রেলের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।