এই বাংলায় ওয়েবডেস্কঃ– কোটা বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। এবার দেশের এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে বিপাকে পড়লেন সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ৫৭জন প্রবাসী বাংলাদেশী। তাদের মধ্যে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল দেশটির একটি আদালত। এছাড়া ৫৩ জনকে ১০ বছরের জেল এবং বাকি এক জনকে ১১ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। কারাদণ্ডের মেয়াদ শেষে ওই ৫৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
প্রসঙ্গত,গত শুক্রবার (১৯ জুলাই) সংযুক্ত আরব আমিরশাহিতে প্রবাসী বাংলাদেশিরা কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে প্রতিবাদ সভার আয়োজন করেছিল। কিন্তু ওই দেশে সরকারের অনুমতি ছাড়া যে কোনও ধরনের জমায়েত, বিক্ষোভ বা সভা কঠোর ভাবে নিষিদ্ধ। শনিবার (২০ জুলাই) আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বিবৃতি দিয়ে প্রবাসীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ঘটনার নিন্দা করে আমিরশাহিতে প্রবাসী ১০ লক্ষ বাংলাদেশির অতি সামান্য অংশ বিক্ষোভে অংশ নিয়েছিল বলে দাবি করেন।
উল্লেখ্য, আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে গত সপ্তাহ থেকেই অনাবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূতেরা কোটা সংস্কার আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে সভা, সমাবেশ, মিছিল করছে।
ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকরী বিপুলসংখ্যক বিদেশি নাগরিকদের মধ্যে পাকিস্তান ও ভারতের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশের।