সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- ফের ইনস্টাগ্রামে রিলস বানাতে গিয়ে বিপত্তি। রিলসের নেশা প্রাণ কাড়ল তরতাজা এক যুবকের। অজয় নদীতে ডুবে মৃত্যু হলো এক তরুণ স্বাস্থ্য কর্মীর। মৃত স্বাস্থ্য কর্মীর নাম রাজা মণ্ডল, বয়স ২২ বছর। ঘটনা আসানসোলের জামুড়িয়া থানার বরকলা ঘাটের।
জানা গেছে বারাবনি থানার ভানোড়া খাসকুঠি এলাকার বাসিন্দা রাজা মণ্ডল আসানসোলের জামুড়িয়া ব্লকে কেলেজোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঠিকা স্বাস্থ্য কর্মী হিসাবে কাজ করতেন। শনিবার দুপুর দুটো পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্রেই ছিলেন তিনি। ডিইটি শেষে বিকেল সাড়ে তিনটে নাগাদ রাজা বন্ধুদের সঙ্গে জামুড়িয়া ব্লকের চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজয় নদীর বরকলা ঘাটে ঘুরতে যায়। সেখানে নদীর ধারে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে রিলস করছিল ওই যুবক। সেই সময় অসাবধানতাবশত পা পিছলে নদীর জলে তলিয়ে যায় সে। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় বেশ কয়েকজন সাথে সাথে নদীতে নামে ও বেশকিছুক্ষণের চেষ্টায় যুবককে অচৈতণ্য অবস্থায় উদ্ধার করে। অন্যদিকে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত দিন কয়েক আগেই দুর্গাপুরের অন্ডালে দামোদারের ধারে রিলস বানাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় একই পরিবারের আত্মীয় দুই তরুণীর। রেললাইনে, নদীর ধারে কিংবা ঝর্ণার পাশে দাঁড়িয়ে বুঁদ হয়ে নিজস্বী তুলতে গিয়ে কিংবা ইনস্টাগ্রামে রিলস বানাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ঘটছে মৃত্যুও। তবু ঝুঁকি নিয়ে সেলফি ও বিপজ্জনকভাবে রিলস তৈরি চলছেই।