সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- বিহারের গয়ার শেরঘাটি আদালত চত্বরে গুলিকাণ্ডের ঘটনায় আসানসোল থেকে গ্রেফতার করা হল তিন দুষ্কৃতীকে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তাদের গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ।ধৃতদের বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হলে ধৃতদের ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।
জানা গিয়েছে গত ২৪ জুলাই বিহারের গয়া জেলার শেরঘাটি আদালতে রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির নেতা আনোয়ার আলী খানকে খুনের অভিযোগে ফোটু খানকে শেরঘাটি আদালতে পেশ করা হয়। আদালত থেকে তাকে বের করে নিয়ে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী হঠাৎ এলোপাথাড়ি গুলি চালায়। পালটা বিহার পুলিশও গুলি চালায়। তাতে ফোটু খান ও এক বিহার পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়।সেই ঘটনায় সেখান থেকে এক নাবালক সহ দুইজনকে ধরে ফেলে পুলিশ। বাকি তিনজন দুষ্কৃতী পালিয়ে যায়। এরপর দুষ্কৃতীদের খোঁজে তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই রাজ্যে কয়েকজন দুষ্কৃতী আশ্রয় নিয়েছে। আসানসোলের কুলটি থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার বরাকরের এক ধর্মশালায় আশ্রয় নিয়ে থাকছিল ওই দুষ্কৃতীরা। বরাকর ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ওই ধর্মশালায় হানা দেয় এবং ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করে।