নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা শিল্পতালুকে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বদের সঙ্গে নিয়ে মৃত শ্রমিকের মৃতদেহ রেখে কারখানার গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে মৃত শ্রমিকের নাম ছিদাম দাস (৫৮)। বাড়ি কাঁকসা এলাকায়। শুক্রবার নাইট শিফটে বাঁশকোপা শিল্প তালুকের ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় পাইপ সরানোর কাজ করছিলেন ছিদাম। সেই সময় উপর থেকে একটি পাইপ পড়ে গুরুতর জখম হন ওই শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর শনিবার সকাল থেকে স্থানীয়রা কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের সঙ্গ দেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদাসীন কর্তৃপক্ষ। তাই বারেবারে শ্রমিকদের মৃত্যুর মুখে পড়তে হচ্ছে। তারা দাবি করেন কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন ওই শ্রমিক। আর তার জেরই মৃত্যুর ঘটনা ঘটে।
অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা দাবি করেন এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে দায় সারতে চাইছে কারখানা কর্তৃপক্ষ। সরকার নির্ধারিত ক্ষতিপূরণ ও মৃতের ছেলেকে কাজ। এই দুই দাবি না মেটা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।