সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে ঘটল দুর্ঘটনা। উল্টে গেল আলু বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোষ্টে।
প্রসঙ্গত রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে এরাজ্যের আলু যাতে ভিন রাজ্যে না তার জন্য কড়া নজরদারি রাখছে পুলিশ প্রসাশন। এরই মধ্যে শনিবার একটি আলু বোঝাই লরি আসানসোলের ডুবুরডিহি চেকপোষ্ট দিয়ে যাওয়ার সময় কুলটি ট্রাফিক গার্ড পুলিশ এবং চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ লরিটিকে থামার নির্দেশ দেন। গাড়ির নথিপত্র যাচাই করার জন্য তারা যখন লরিটির কাছাকাছি যান সেসময় হঠাৎ লরির চালক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। আর ওই সময়ই ব্যারিকেডে ধাক্কা মেরে উল্টে যায় লরিটি। রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে আলুর বস্তা। যদিও লরি চালক ও খালাসীর কোনো আঘাত লাগেনি।
অন্যদিকে লরির চালক দাবি করেন তার পালিয়ে যাওয়ার কোনো অভিপ্রায় ছিল না। পুলিশ দেখে তিনি থামার জন্য ব্রেক কষেছিলেন, কিন্তু ব্যারিকেডে লেগে লরিটি উল্টে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে ওই আলু বোঝাই লরিটি বর্ধমান থেকে বিহারের নওয়াদা এলাকায় যাচ্ছিল।