সংবাদদাতা,বাঁকুড়াঃ– খাল পারাপার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হল এক কৃষকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের পাটীত গ্রাম সংলগ্ন এলাকায়। মৃত কৃষকের নাম উপানন্দ মণ্ডল, বয়স ৫৪ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাত্রসায়ের ব্লকের বালসী গ্রামের বাসিন্দা উপানন্দ মণ্ডল দীর্ঘদিন ধরে তার মামার বাড়ি পাটীত গ্রামে থাকতেন। সেখানে চাষের কাজ করতেন। প্রতিদিনের মতোই চাষের কাজের জন্য শনিবার তিনি পাটীত গ্রাম সংলগ্ন কোজগোড়ের মাঠে যাওয়ার সময় খাল পারাপার করছিলেন। এদিকে দুদিনের টানা বৃষ্টিতে খালে জলস্তর বেড়ে গিয়ে প্রবল গতিতে বইছিল জল। খাল পারপার করার সময় সেই জলের স্রোতেই ভেসে যান তিনি। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী দিয়ে তল্লাশী শুরু হয়। গতকাল থেকে বহু খোঁজাখুঁজির পর অবশেষে আজ সকালে কৃষকের দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে তদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।