সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল। বড়জোড়া ব্লক এলাকার বহু মানুষ চিকিৎসা করাতে আসেন এই সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বর নোংরা আবর্জনা ও আগাছায় পরিপূর্ণ হয়েছিল। তাতে রোগীর পরিবার আত্মীয় স্বজনদের সমস্যা হচ্ছিল। রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের কথা ভেবে রবিবার ঝাঁটা হাতে হাসপাতাল চত্বর পরিস্কার করতে নেমে পড়েন খোদ বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলক মুখার্জি। ঝাঁট দেওয়ার পাশাপাশি তাঁকে নিজের হাতে ফিনাইল ব্লিচিং পাউডার ছড়াতে দেখা যায়।
এই প্রসঙ্গে বিধায়ক জানান, ডেঙ্গু ও ম্যালেরিয়া ইত্যাতি রোগের সংক্রমণ ও মশা মাছি পোকার উপদ্রব রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলায় যে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সংক্রমণ দেখা দিয়েছে তার জন্য চিকিৎসকরা তো লড়ছেন। তাঁদের সাহায্য করতে আগামী দিনে এলাকার বিভিন্ন হাসপাতাল সহ বাজার ঘাট শৌচালয়গুলিও কর্মী সমর্থক স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে পরিস্কার করা হবে বলেও জানান তিনি। অন্যদিকে বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।