সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– এবার রাস্তায় বড়সড় ধস নামায় আতঙ্ক ছড়াল আসানসোলের রূপনারায়ণপুর থেকে গৌরাঙডি যাওয়ার রাস্তায়। সামান্য অসাবধান হলেই গাড়ি-ঘোড়া সহ যেকোনো পথচারী ধসের ভেতরে ঢুকে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। চলাচলের পক্ষে বিপজ্জনক ওই রাস্তাটি অবিলম্বে মাটি ভরাট করে সংস্কারের দাবী জানিয়েছেন এলাকার মানুষজন।
জানা গেছে দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকা রাস্তাটি চলাচলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছিল। এরই মধ্যে গৌরাঙডি রোডের উপর আমডাঙ্গা মোড়র কাছে থাকা কালভার্টের মুখ মাটি ফেলে বন্ধ করে দেওয়ার ফলে রাস্তার ওপর দিয়ে জল বয়ে যায়। কিন্তু ২ আগস্টের লাগাতার বৃষ্টির জল রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে কালভার্ট লাগোয়া বিশাল অংশের মাটি সরে গিয়ে ধস নামে।
স্থানীয়রা জানিয়েছেন নির্মীয়মান জল ট্যাংকির জন্য রাস্তার পাশ দিয়ে লোহার বড় পাইপ নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই বাড়ি বাড়ি জল নিয়ে যাওয়ার জন্য সরু পাইপও পাতা হয়েছিল। তবে সংশ্লিষ্ট দপ্তর এরপর ওই এলাকা মাটি পাথর দিয়ে বন্ধ করে দিয়েছিল। কিন্তু জমির কারবারীরা ওই এলাকার কালভার্ট বন্ধ করে দেওয়ায় রাস্তা উপচে জল পার হতে থাকে এবং সেজন্যই ওখানে বিরাট অংশে ধস নামে। তাছাড়াও, ধসের কারণে জলের পাইপগুলি মাটির বাইরে চলে আসায় সেগুলিও কোনো কারণে ফেটে যাওয়ার আশঙ্কা আছে, আর তেমনটা হলে বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহও বিঘ্নিত হবে বলে আশঙ্কা স্থানীয়দের।