নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পড়শি দেশ বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে দুর্গাপুরের এক কর্মসূচিতে আশঙ্কা ও উদ্বেগ প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যেহেতু বাংলাদেশ আমাদের পড়শি দেশ তাই ওখানে কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার প্রভাব আমাদের দেশেও পড়ে। বিশষ করে গত কয়েক দশকের ইতিহাস বলছে বাংলাদেশে যেকোনো বিষয় নিয়ে আন্দোলন হোক বা অশান্তি হোক প্রথম ওখানকার সংখালঘু হিন্দুদের ওপর আঘাত আসে। তাদের বাড়ি জমি সম্পত্তি এমনকি মা বোনের সম্মান নিয়ে টানাটানি হয়। এবারেও শুরু হয়ে গেছে। এবারও ব্যতিক্রম হয়নি। ওখানকার হিন্দু সমাজ ভয়ের মধ্যে আছে। পরিচিত বহু লোকের সঙ্গে কথা হয়েছে । আশা করবো সে দেশের সেনা আইন শৃঙ্খলা রক্ষা করবেন। “
প্রসঙ্গত বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে এদিন দুর্গাপুরের বিধাননগরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। পরে মিছিল করে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অফিসে স্মারকলিপি প্রদান করে। এদিনের কর্মসূচিতে দিলিপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, কুলটির বিধায়ক অজয় পোদ্দার। মাশুল বৃদ্ধির পাশাপাশি সবজি আনাজপাতির মূল্যবৃদ্ধি ও দুর্গাপুরে উচ্ছেদের প্রতিবাদে ও পুর নিগমের নির্বাচন না হওয়া নিয়ে এদিন সরব হন বিজেপি নেতা কর্মী সমর্থকরা।